
রংপুরে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা
আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মোস্তফা বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক হলেও যদি তার বিরুদ্ধে কোনো মামলা-মোকাদ্দমা না থাকে এবং আমরা মনে করি তিনি যোগ্য প্রার্থী, তাহলে অবশ্যই তাকে মনোনয়ন দেবো। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিস মোকাবিলায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।’
তিনি আরও জানান, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে জাপার। তবে কোথাও যদি দলের তুলনায় শক্তিশালী ও ক্লিন ইমেজের প্রার্থী পাওয়া যায়, তাহলে তাকেই মনোনয়ন দেওয়া হবে।
ফরিদপুর, গোপালগঞ্জসহ আওয়ামী লীগের ঘাঁটিগুলোতেও যদি সৎ ও ক্লিন ইমেজের মানুষ জাপায় যোগ দেন, তাহলে তাদেরও মনোনয়ন দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
গণতন্ত্র রক্ষায় বিএনপির ভূমিকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একা হয়ে গেলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপিকে বিপদে ফেলতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতারা।






































