বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩০ অপরাহ্ন
শেয়ার

বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সংকট আরও ঘনীভূত হবে: আনিসুল ইসলাম


JP
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টিও নির্বাচন চায়, তবে তার আগে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর–দক্ষিণের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক দুরবস্থা, লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মামলা বাণিজ্য ও মব সন্ত্রাস চলছে। এমন পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা সম্ভব, তা সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, “এখনো মামলা বাণিজ্য চলছে, নতুন আইন থাকা সত্ত্বেও মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে মানুষকে। যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হলে তারা কীভাবে প্রচারণা চালাবেন?”

দলীয় প্রতীক ‘লাঙ্গল’ নিজেদের দখলেই থাকবে উল্লেখ করে আনিসুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম ও আইনি প্রক্রিয়া মেনে কাউন্সিল সম্পন্ন হয়েছে। ফলে প্রতীক হারানোর কোনো আশঙ্কা নেই।

ডাকসু নির্বাচনে শিবির–সমর্থিত প্যানেলের বিজয়ে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “বড় দলের কর্মী সংখ্যা থাকলেও জনসমর্থন না থাকলে নির্বাচনে ফল কী হয়, ডাকসুতে তা প্রমাণিত হয়েছে।”

সভায় মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও ডাকসুতে শিবির প্যানেলের জয়ে অভিনন্দন জানান। তিনি বলেন, “সঠিক রণকৌশল, কঠোর পরিশ্রম, পরিবর্তন ও বিবর্তনের পক্ষে ছাত্ররা রায় দিয়েছে। আমরা এই রায়কে সম্মান করি।”

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল এবং গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে। অহংকার ও দম্ভ রাজনৈতিক পতনের কারণ হতে পারে—এটা জুলাই বিপ্লব এবং ডাকসু নির্বাচনই প্রমাণ করেছে।

রুহুল আমিন হাওলাদার জোর দিয়ে বলেন, “লাঙ্গল কোনো ব্যক্তির কাছে নিরাপদ নয়। তবে আমরা নিয়ম মেনে সম্মেলন করেছি। সার্বিকভাবে লাঙ্গল প্রতীক থাকবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাছেই।”

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান এডভোকেট কাজী ফিরোজ রশিদ প্রমুখ।