বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ন
শেয়ার

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন বাবর


Babor
দীর্ঘ ১৭ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার বিকেলে তিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লুৎফুজ্জামান বাবর বলেন, “আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্তি পেয়েছি। আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি টিম গঠন করা হয়েছে, যার মধ্যে আমি একজন। আমাদের সঙ্গে সিনিয়র সচিব কামরুজ্জামান সাহেব ও মাহবুব সাহেবও ছিলেন।”

তিনি জানান, সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল কিছু উদ্বেগজনক বিষয় নিয়ে আলোচনা করা, যা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের কনসার্ন জানিয়েছি। তারা এতে একমত হয়েছেন এবং আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে,” যোগ করেন তিনি।

উদ্বেগের বিষয়গুলোর মধ্যে লুৎফুজ্জামান বাবর উল্লেখ করেন, “পার্শ্ববর্তী কোনো দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে- এস আলম গ্রুপের সঙ্গে। এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচনে বাধা সৃষ্টি ও সহিংসতা ঘটানো। এছাড়া বিভিন্ন অবৈধ ও লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সে বিষয়েও আমরা আলোচনা করেছি।”

এছাড়া সম্প্রতি এএসআই নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “সাধারণত কনস্টেবল ও এসআই পদে নিয়োগ হয়। কিন্তু এবার এএসআই পদে নিয়োগ হচ্ছে। এটি ভবিষ্যতের প্রেক্ষাপটে কনস্টেবল ও এসআইদের জন্য গুরুত্বপূর্ণ।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নে লুৎফুজ্জামান বাবর বলেন, “আমি এটুকু বলতে পারি, তারা (সরকার) ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন।”

অপরপক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “স্যারের সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয়। আজ একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে, পারিবারিক ও নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় কোনো বিষয়ও আলোচনার মধ্যে এসেছে, তবে তা খুব বড় কোনো আলোচনা ছিল না।”

রোববার বিকেল সোয়া ৪টার দিকে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে প্রবেশ করেন। দুই ঘণ্টার বৈঠক শেষে সন্ধ্যা ৬টার ২০ মিনিটে তিনি বের হন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ও সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান উপস্থিত ছিলেন।