Search
Close this search box.
Search
Close this search box.

অবৈধ পথে হজযাত্রা: আটক ২৪ হাজার

illigal-pilgrimsঅবৈধ পথে হজ করতে মক্কায় যাওয়ার সময় ২৪ হাজারেরও বেশি হজযাত্রীকে আটক করেছে সৌদি পুলিশ। গত কয়েকদিনে তায়েফের বিভিন্ন চেক পয়েন্ট থেকে তাদেরকে আটক করা হয়।

রোববার প্রকাশিত সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুলিশ এসব অবৈধ হজযাত্রীদের ফিরিয়ে দিয়েছে।

chardike-ad

তায়েফ পুলিশের প্রধান ব্রিগ মোহাম্মদ আল ওয়ালিদি জানিয়েছেন,  পারমিট ছাড়া হাজিদের অনুপ্রবেশ ঠেকাতে এ বছর আগেভাগেই চেকিং পয়েন্ট বসানো হয়েছে। মক্কার সাথে সংযুক্ত সব দুর্গম পথেও পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হজের সময় দালালদের খপ্পরে পড়ে প্রতি বছর অবৈধভাবে অনেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নিরাপত্তাকর্মীদের চেক পয়েন্ট এড়াতে তায়েফ থেকে মক্কায় যেতে বেছে নেন দুর্গম পথ।

কিন্তু পরবর্তীতে তারা আর দালালদের খোঁজ পান না। ফলে নিরাপত্তা সংকটে পড়ে এ বছর অনেকেই অবৈধপথে হজে যাওয়ার পরিকল্পনা ছেড়ে দিয়েছেন।