বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শেয়ার

ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব ছাড়তে চান সুশীলা কার্কি


Shushila-Karki
নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, তিনি ছয় মাসের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দায়িত্ব থেকে সরে যেতে চান। বিবিসি নেপালিকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সুশীলা কার্কি বলেন, “আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করছি। জনগণের প্রবল চাপের মুখে এই সরকার গঠিত হয়েছে। ছয় মাসের মধ্যে ভোট আয়োজন শেষ করে দায়িত্ব হস্তান্তর করলে আমি মুক্তি পাব।”

তিনি জানান, নির্বাচন কমিশনকে সক্রিয় করা হবে এবং পুরনো ভোটার তালিকা হালনাগাদ করা হবে। “দিনরাত কাজ করলে ছয় মাসে এটি সম্ভব,” মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতির তদন্তে একটি কমিশন গঠন করা হবে। তার ভাষায়, “যতক্ষণ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, জাতি শান্তি পাবে না।”

এছাড়া জেন জি আন্দোলনের সময় ঘটে যাওয়া সম্পত্তি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায়ও একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। কমিশনে থাকবেন বিভিন্ন খাতের তিনজন বিশেষজ্ঞ এবং এক থেকে দেড় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রীসভা সম্প্রসারণ প্রসঙ্গে সুশীলা কার্কি বলেন, “রাষ্ট্রপতি রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমি মনে করি মন্ত্রীসভা অরাজনৈতিক হওয়া উচিত। নারী, আদিবাসী, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।”

তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার রোধ করতেই তিনি রাজনৈতিক ব্যক্তিদের মন্ত্রী না করার সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও কারকির নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল আন্দোলনকারীরাই, তাদের একটি অংশ এখন তার বিরোধিতা শুরু করেছে। এ বিষয়ে তিনি বলেন, “আমরা পদ চাইনি। তাদের দাবিগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করছি। তবে কিছু বিষয় হয়তো থেকে যাবে, যা পরবর্তী সরকারকে পূরণ করতে হবে।”