ইউনহাপ অবলম্বনেঃ শক্তিশালী তাইফুন বালুভেন সিউলের দিকে ছুটে আসছে। বালুভেন লাওস থেকে জাপান হয়ে জেজু দ্বীপে এখন অবস্থান করছে। কোরিয়ার পর্যটকদের আকর্ষনীয় দ্বীপ জেজুতে জীবনযাত্রা প্রায় থমকে আছে। জেজু থেকে সকল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকালও ফ্লাইট বন্ধ থাকবে বলে ঘোষনা দেওয়া হয়েছে। বালুভেন আগামীকাল সকালে সগুইপু থেকে ৩টার দিকে সিউলে হানা দিবে বলে ধারনা করা হচ্ছে। বালুভেন ধারনার চেয়ে শক্তিশালী হবে বলে জানিয়েছেন কোরিয়ার আবহাওয়াবিদরা।

এদিকে সকল জনসাধারণকে সতর্ক থাকার জন্য সিউল সিটি কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।এছাড়া সিউলের হান নদী এলাকা, বিভিন্ন পার্কসহ দর্শনীয় স্থানগুলো আগামীকাল বন্ধ থাকবে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্টান ইতিমধ্যে বন্ধ ঘোষনা করা হয়েছে।

chardike-ad