বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য হয়ে পড়বে। তাঁর দাবি, সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে এর ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা সমাবেশের আয়োজন করে। পাঁচ দফা দাবির মধ্যে ছিল জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন। সমাবেশ শেষে মিছিল পল্টন ঘুরে আবার বায়তুল মোকাররমের উত্তর গেটে শেষ হয়।
বিএনপির প্রতি ইঙ্গিত করে জালালুদ্দীন বলেন, “যারা আগামী সংসদের জন্য জুলাই সনদের বাস্তবায়ন ঠেলে দিতে চায়, তারা রাজনৈতিক সুবিধার খোঁজ করছে। এখনই দেশের ও জনগণের কল্যাণে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকেই সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।




































