বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:২০ অপরাহ্ন
শেয়ার

শক্তিশালী সংগঠন ছাড়া বিপ্লব সফল হয় না: মির্জা ফখরুল


Fakhrul-Islam

বিপ্লব তখনই সফল হয়, যখন শক্তিশালী সংগঠন থাকে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বর্তমান সময়ে যে হতাশা তৈরি হয়েছে তার মূল কারণ সংগঠনের দুর্বলতা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রয়াত রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন উমরের স্মরণসভায় তিনি এ কথা বলেন। বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশ নেন দেশের লেখক, এক্টিভিস্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ফখরুল বলেন, “আজ যারা সমাজ বদলাতে চান, বিপ্লব করতে চান কিংবা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদের প্রথম কাজ হবে সংগঠনকে শক্তিশালী ও মজবুত করা। মানুষের কাছে পৌঁছাতে পারলেই পরিবর্তন সম্ভব হবে।”

বদরুদ্দীন উমর সম্পর্কে স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, “তার সঙ্গে আমার ব্যক্তিগত দেখা-সাক্ষাৎ খুব বেশি হয়নি। তবে একবার উপদেষ্টা আবরার সাহেবের বাসায় দীর্ঘক্ষণ আলাপের সুযোগ হয়েছিল। জীবনের শেষ দিন পর্যন্ত উমর সাহেব তার আদর্শ ও সংগ্রামে কোনো সমঝোতা করেননি। এ কারণেই তিনি আমাদের কাছে গভীর শ্রদ্ধার পাত্র।”

তিনি আরও বলেন, “আজ যারা নতুন প্রজন্ম রাজনীতিতে আসছে, তারা উমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পেরেছে তা বলা কঠিন। তবে একটি বিষয় পরিষ্কার- বিপ্লব সংগঠন ছাড়া সম্ভব নয়।”

শোকসভায় শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বদরুদ্দীন উমরের স্মরণে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সংগীত পরিবেশন করা হয়। পরে তার জীবন ও কর্ম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, ড. আকমল হোসেন, কমরেড সজীব রায় ও অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ।