
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আপাতত কোনো রাজনৈতিক জোটে যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, জামায়াত ইসলামীর নেতৃত্বে গড়ে ওঠা যুগপৎ আন্দোলন কিংবা অন্যান্য ইসলামী দলগুলোর কর্মসূচির সঙ্গে এনসিপি সম্পৃক্ত নয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই অবস্থান জানান।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি নিজস্ব রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি নিয়ে এগোতে চায়। আমরা বিশ্বাস করি জনগণকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়েই নতুন রাজনৈতিক ধারা তৈরি করা সম্ভব। তাই এই মুহূর্তে বড় কোনো দলের সঙ্গে জোটে যাওয়ার প্রয়োজন দেখছি না।
তিনি আরও উল্লেখ করেন, তারা সংসদের নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার পক্ষে নয়, তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতি কার্যকর করার দাবি জানাবে এনসিপি। তার ভাষায়, আমরা চাই একটি কার্যকর গণপরিষদ গঠন হোক। জুলাই সনদের আইনি ভিত্তি কেবল গণপরিষদের মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব। তাই গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজন করা জরুরি।
সংগঠনগত প্রস্তুতির বিষয়ে নাহিদ ইসলাম জানান, আগামী অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করবে এনসিপি। এর মাধ্যমে মাঠে সক্রিয় রাজনীতি শুরু করবে দলটি।
নির্বাচন কমিশনে নিবন্ধন ও প্রতীক প্রসঙ্গেও তিনি আশাবাদী। নাহিদ বলেন, আমরা নিবন্ধনের প্রক্রিয়া প্রায় শেষ করেছি। শাপলা প্রতীক না দেয়ার কোনো যথার্থ যুক্তি কমিশনের নেই। আমরা আশাবাদী এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে।
এ সময় তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রম নিয়েও মন্তব্য করেন। তার মতে, অন্তর্বর্তী সরকারের শৈথিল্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতার সুযোগ নিয়েই আওয়ামী লীগ মাঠে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, সরকারি কাঠামোর ভেতর থেকেই আওয়ামী লীগকে সহায়তা করা হচ্ছে। একইসঙ্গে দল হিসেবে তাদের বিচারের আওতায় আনা উচিত।
প্রতিষ্ঠার পর এটাই ছিল এনসিপির তৃণমূল নেতাকর্মীদের নিয়ে প্রথম আনুষ্ঠানিক সমাবেশ। সভায় বক্তারা দলের স্বতন্ত্র অবস্থান ও আগামী দিনের রূপরেখা নিয়ে মতামত তুলে ধরেন।




































