
চেক-ইন ও বোর্ডিং সিস্টেম পরিচালনাকারী একটি সেবা প্রদানকারীর ওপর সাইবার হামলার কারণে ইউরোপের কয়েকটি শীর্ষ বিমানবন্দরে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দর।
এতে দীর্ঘ সময় বিলম্ব ও বহু ফ্লাইট বাতিল হওয়ার খবর রয়টার্সকে জানিয়েছে বিমানবন্দরগুলোর কর্তৃপক্ষ।
ব্রাসেলস বিমানবন্দর জানায়, স্বয়ংক্রিয় সিস্টেম অচল হয়ে যাওয়ায় কর্মীদের হাতে-কলমে চেক-ইন ও বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। এতে ফ্লাইট সূচিতে বড় প্রভাব পড়েছে।
অন্যদিকে হিথ্রো বিমানবন্দর একে “তৃতীয় পক্ষের প্রযুক্তিগত সমস্যা” বলে উল্লেখ করেছে এবং যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। বার্লিন বিমানবন্দরও দীর্ঘ অপেক্ষার বিষয়ে সতর্ক করেছে।
তবে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর জানিয়েছে, তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে জাপান এয়ারলাইন্সসহ ইতালির কয়েকটি সরকারি ওয়েবসাইট একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছিল।






































