
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, বিএনপির নাম বা পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সতর্কবার্তা দেন।
তারেক রহমান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি কর্মীকে সচেতন থাকতে হবে। দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল বা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, বাংলাদেশজুড়ে ধানের শীষের প্রতিটি কর্মী আজও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। আমাদের লক্ষ্য স্পষ্ট—যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।






































