এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে কম রানে থামিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান করেছে শ্রীলঙ্কা। ফলে ফাইনালের আশা টিকিয়ে রাখতে পাকিস্তানকে জিততে করতে হবে ১৩৪ রান।
ব্যাট করতে নেমে ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। তবে একপ্রান্ত আগলে ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় হাফসেঞ্চুরি করেন কামিন্দু মেন্ডিস। আসালঙ্কা করেন ২০, কুসল পেরেরা ও হাসারাঙ্গা ১৫ করে আর করুণারত্নে অপরাজিত থাকেন ১৭ রানে।
বল হাতে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট, হুসেইন তালাত ও হারিস রউফ শিকার করেন ২টি করে উইকেট। আর আবরার আহমেদ ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন ১ উইকেট।
প্রথম ম্যাচে দুদলই পরাজিত হওয়ায় সুপার ফোরের এই ম্যাচে জয় পাওয়া দলের ফাইনালের আশা বেঁচে থাকবে, আর হারা দলের বিদায় প্রায় নিশ্চিত।





































