বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৫ অপরাহ্ন
শেয়ার

‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে এনসিপির আবেদন


NCP-EC

‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বরাবর পাঠানো এক চিঠিতে দলটি এ দাবি জানায়।

আবেদনে এনসিপি জানায়, ২২ জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করার সময়ই তারা ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের আবেদন করে। এরপর থেকে সারাদেশে মানুষ এনসিপিকে শাপলা প্রতীকের মাধ্যমেই চিনতে শুরু করেছে। জুলাই মাসের পদযাত্রায় অনেক মানুষ খাল–বিল–জলাশয় থেকে শাপলা তুলে নিয়ে অংশ নেয় বলে উল্লেখ করে দলটি।

তবে গত ৯ জুলাই নির্বাচন কমিশন নীতিগতভাবে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত জানায়। কমিশনের দাবি, এটি জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হওয়ায় রাজনৈতিক প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া যাবে না।

এনসিপি তাদের চিঠিতে কমিশনের এ অবস্থানকে ‘আইনগতভাবে অগ্রহণযোগ্য’ ও ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়েছে। দলটির দাবি, শাপলার ভিন্ন ভিন্ন সংস্করণ প্রতীক হিসেবে গ্রহণ করা সম্ভব। এজন্য তারা বিকল্প হিসেবে ১. শাপলা, ২. সাদা শাপলা, এবং ৩. লাল শাপলা- এই তিনটি প্রতীকের প্রস্তাব দিয়েছে।

এনসিপি বলেছে, নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী ও একরোখা মনোভাব পরিহার করে শাপলাকে তাদের প্রতীক হিসেবে বরাদ্দ দেবে বলে আশা করা হচ্ছে। দলটির মতে, এটি না হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির বিষয়ে জনমনে প্রশ্ন থেকে যাবে।