
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যেসব মন্তব্য করেছেন, তা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল ফারুক বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, অনেকেই নাকি তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে বলেছেন। প্রশ্ন হলো—তিনি এভাবে কী বার্তা দিতে চাচ্ছেন? এই বক্তব্য নির্বাচনকে ঘিরে মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, পাহাড়ে যে অশান্তি চলছে কিংবা দুর্গাপূজাকে ঘিরে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে—এসবের পেছনে মূল উদ্দেশ্য নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করা। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তারা কি নির্বাচনে অংশ নিতে পারবে না—এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর ফলে ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে, বলেন তিনি।
ফারুক আরও বলেন, শেখ হাসিনা তো ১৬ বছর ক্ষমতায় ছিলেন। এখন প্রশ্ন হলো, মানুষ কতটা ভালো আছে? দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, অর্থনীতি—সবকিছুর অবস্থা শোচনীয়। দুর্নীতি ও স্বজনপ্রীতি দেশকে নাজুক অবস্থায় নিয়ে গেছে।
প্রধান উপদেষ্টার প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, এক বছর তিন মাসে আওয়ামী লীগ সরকারের বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা কতটা উদ্ধার করতে পেরেছেন? ব্যাংকগুলোর অবস্থাই বা কেন এত খারাপ? আপনাকে আমরা শ্রদ্ধা করি, তবে যদি বলেন জনগণ আপনাকে পাঁচ বছর ক্ষমতায় রাখবে—তাহলে প্রশ্ন উঠবে, এই পাঁচ বছরও কি গত এক বছরের মতো কাটবে?
তিনি দাবি করেন, দেশের অশান্তির জন্য আওয়ামী লীগ ও ভারত দায়ী। আগামী নির্বাচন প্রধান উপদেষ্টার জন্য অগ্নিপরীক্ষা হবে, মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় সেনবাগ ফোরামের সভাপতি লায়ন এ বি এম ফারুকের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।






































