
সরকারি বরাদ্দের এক টাকাও কেউ আত্মসাৎ বা অপচয় করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেতুলতলায় ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ বরাদ্দ সংক্রান্ত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, “মসজিদ, মন্দির ও গির্জা কমিটির কেউ যদি এখান থেকে এক টাকা নষ্ট, খাওয়ার বা পকেটে ঢোকানোর চেষ্টা করে- তার বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, “একটা কাজ হচ্ছে, তার পেছনে কেউ বাধা দিতে যাবেন না। আমরা বিশটা কাজ এনেছি, আপনারা একশটা নিয়ে আসেন- এটাই এলাকার উন্নয়নের জন্য ভালো।”
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “যে ভালো কাজ করছে, তাকে সহযোগিতা করা দরকার। না পারলে অন্তত বাধা দেওয়া ঠিক না।”
তেঁতুলিয়ার পর্যটন সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সারজিস আলম। তিনি বলেন, “আজ পুরো বাংলাদেশ কক্সবাজারের পাশাপাশি তেঁতুলিয়ার নাম জানে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, উৎপাদন হয় অর্গানিক চা। যারা বাইরে থেকে আসেন, তাদের সঙ্গে আমাদের ভালো আচরণ করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “তেঁতুলিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা। আমরা যেন এটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি। ময়লা-আবর্জনা পড়ে থাকলে পর্যটকরা পছন্দ করেন না- পরিবেশটা সুন্দর রাখা খুবই জরুরি।”
রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, “পঞ্চগড়ের উন্নয়নে একসঙ্গে কাজ করা প্রয়োজন। এখানে কে কোন দল- বিএনপি, জামায়াত, এনসিপি বা ইসলামী দল- তা দেখার দরকার নেই। আমাদের লক্ষ্য হওয়া উচিত এলাকার উন্নয়ন।”






































