বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৭ অক্টোবর ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
শেয়ার

আগামী নির্বাচনে শিক্ষকদের সমর্থন চাইলেন তারেক রহমান


Tareque Rahman

বেসরকারি শিক্ষকদের দাবি রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি আগামী জাতীয় নির্বাচনে শিক্ষকদের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী অংশ নেন। তারা অবসরের বয়স ৬৫ নির্ধারণ, চাকরি জাতীয়করণসহ চার দফা দাবি উত্থাপন করেন।

তারেক রহমান বলেন, আমাদের অতীতের ভালো দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে হবে, খারাপ অভিজ্ঞতা পরিহার করতে হবে। প্রভাবশালী ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন মেধা, মনন ও জ্ঞানে প্রতিষ্ঠিত সমাজ।

তিনি বলেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের সামাজিক সম্মানও টিকবে না। তাই শিক্ষকদের মর্যাদা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব আরও বাড়াতে হবে।

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে স্কুলপর্যায়ে শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা।

এ সময় তিনি শিক্ষাখাতে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, শিক্ষা সংস্কারের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করা হবে।

স্বাধীনতা ও বিজয় দিবসের মতো জাতীয় অনুষ্ঠানগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত একজন শিক্ষককে আমন্ত্রণ জানানোর নির্দেশনা দিতে হবে বলেও প্রস্তাব দেন তারেক রহমান। তার ভাষায়, এটি বাধ্যতামূলক করতে হলে প্রয়োজনে অধ্যাদেশ জারি করতে হবে।