Search
Close this search box.
Search
Close this search box.

korean-women২১০০ সাল নাগাদ কোরিয়ানদের ‘কমন’ চেহারাটা অনেকটাই বদলে যাবে! সম্প্রতি পরিচালিত একটি গবেষণার ফল থেকে এমনটাই দাবী করেছে কোরিয়া ফেস ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটি ২০ হাজার কোরিয়ানের ছবি কম্পিউটার নিয়ন্ত্রিত প্রযুক্তির ব্যবহারে পর্যালোচনা করে এ ভবিষ্যৎবাণী দিয়েছে।

 

ইন্সটিটিউট বলছে ওই সময় কোরিয়ান পুরুষদের ভুরু আরও সরু হবে, কপাল চওড়া হবে। আর মেয়েদের চোখের পাতায় একটি করে অতিরিক্ত ভাঁজ পড়বে। উল্লেখ্য, কোরিয়ান মেয়েদের মধ্যে চিকিৎসা করিয়ে চোখের পাতা ‘ডাবল’ করার প্রবণতা বাড়ছে। এভাবে চললে এটা একসময় প্রাকৃতিকভাবেই হবে বলেই ধারনা করছেন গবেষকরা।

কোরিয়ায় স্থায়ী হওয়া বিদেশীদের ক্রমবর্ধমান সংখ্যা এবং উল্লেখযোগ্যহারে স্থানীয়দের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টিকে চেহারায় বড় ধরনের পরিবর্তন আসার প্রধান কারন হিসেবে দেখা হচ্ছে।