Search
Close this search box.
Search
Close this search box.

চুরির দায়ে জাপানি সাঁতারু বহিষ্কার

naoya_tomitaসাংবাদিকের ক্যামেরা চুরির অভিযোগে এশিয়ান গেমসের দল থেকে জাপান তাদের এক সাঁতারুকে বহিষ্কার করেছে। চুরির অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন এশিয়ান গেমসে জাপান দলের প্রধান।

শনিবার বিবিসির এক খবরে বলা হয়, ২০১০ সালের এশিয়ান গেমসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সোনা জয়ী নাওইয়া তমিতার ক্যমেরা চুরির বিষয়টি নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। তাতে দক্ষিণ কোরিয়ার এক সাংবাদিকের ক্যামেরা তার নিজের ব্যাগে ভরতে দেখা যায়।

chardike-ad

২৫ বছর বয়সী তমিতাকে দক্ষিণ কোরিয়া থেকে নিজের খরচায় জাপান ফিরতে হবে। এর জের এখানেই শেষ নয়। প্রায় সাড়ে সাত হাজার ডলার মূল্যের ক্যামেরাটি চুরি করার জন্য মামলারও মুখোমুখি হতে পারেন তমিতা।

পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এশিয়াডে জাপান দলের প্রধান তুযুৎসি আওকি।