বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ অক্টোবর ২০২৫, ৮:৪২ অপরাহ্ন
শেয়ার

‘শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না’


Hasnat-abdullah

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি বলেন, “রাস্তায় ফেলে শিক্ষককে মারবেন- এটা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এ ধরনের কাজ কোনো সভ্য সরকারও করতে পারে না। অনতিবিলম্বে এই হীন কাজের জন্য ক্ষমা চাইতে হবে। আর যেসব শিক্ষককে গ্রেফতার করা হয়েছে, সূর্য ডোবার আগেই তাদের মুক্তি দিতে হবে।”

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আমাদের দেশের শিক্ষকরা তৃতীয়-চতুর্থ শ্রেণির নাগরিকদের মতো জীবনযাপন করেন। অথচ রাষ্ট্র তাদের কাছ থেকে প্রথম শ্রেণির নাগরিক তৈরির প্রত্যাশা করে। শিক্ষকরা সমাজে আদর্শ মানুষ- তাদের সততা ও নৈতিকতার উদাহরণ সবাইকে দেখানো হয়। কিন্তু মাস শেষে তাদের হাতে আসে মাত্র ১২ থেকে ১৫ হাজার টাকার বেতন। এটি শিক্ষকদের প্রতি চরম অবমূল্যায়ন।”

উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীতকরণসহ কয়েকটি দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা কয়েকদিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। শনিবার বিকেলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।