
ফাইল ছবি
সরকার আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১২ কোটি ৫৩ লাখ পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করবে। এ উদ্দেশ্যে বই ছাপা, বাঁধাই ও সরবরাহের তিনটি বড় ক্রয় প্রস্তাব বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪২তম সভায় এসব প্রস্তাব অনুমোদন হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বইগুলো ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য, যা মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে সরবরাহ করা হবে।
ষষ্ঠ শ্রেণির জন্য ১৩৭ কোটি ৮৭ লাখ টাকায় ৪ কোটি ৩৬ লাখ কপি, সপ্তম শ্রেণির জন্য ১৫০ কোটি ১ লাখ টাকায় ৪ কোটি ১৫ লাখ কপি এবং অষ্টম শ্রেণির জন্য ১৫৬ কোটি ৯২ লাখ টাকায় ৪ কোটি ২ লাখ কপি বই ছাপানো হবে।
প্রতিবছর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিতে সরকার বৃহৎ এ কর্মসূচি হাতে নেয়, যাতে শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত ও ঝরে পড়া রোধ করা যায়।









































