মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১ অক্টোবর ২০১৪, ৯:০১ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত


faridganj pic murdered babu 1-10-14_53466_38966দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে  এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাংলাদেশির নাম সালাউদ্দিন বাবু। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯ টায় এ ঘটনা ঘটে। নিহত বাবু চাঁদপুর জেলার মোস্তফা চৌধুরীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সালাউদ্দিন বাবু নামের ওই ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। পথে অস্ত্রধারী কিছু যুবক তাকে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

নিহত বাবুর মামা জাকির হোসেন সাঈদ জানান, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র সালাউদ্দিন বাবু (২৩)। তিনি দুবছর আগে দক্ষিণ আফ্রিকা যান। সেখানে তিনি ভগ্নিপতির সঙ্গে থেকে ব্যবসা করতেন।

এদিকে, আফ্রিকা থেকে বাবুর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামের বাড়ি ফরিদগঞ্জে মাতম শুরু হয়েছে। নিহতের পরিবার দ্রুত লাশ ফেরতের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে।