Search
Close this search box.
Search
Close this search box.

প্রবীণদের জন্য সেরা নরওয়ে

senior citizenবৃদ্ধদের বসবাসের জন্য বিশ্বের ৯৬টি দেশের মধ্যে সবচেয়ে সেরা নরওয়ে। বিপরীতে সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে আফগানিস্তান। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রকাশিত একটি সূচকে এ তথ্য উঠে এসেছে। ওইসব দেশের ৬০ বছরের বেশি বয়সীদের জীবনযাত্রা তথা সামাজিক ও অর্থনৈতিক সেবা কার্যক্রম পর্যালোচনা করে সূচকটি তৈরি করেছে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা হেল্পএজ ইন্টারন্যাশনাল।

গ্লোবাল এজওয়াচ সূচক নামে প্রকাশিত এ প্রতিবেদনে ২০৫০ সাল নাগাদ বিশ্বে জনসংখ্যার ২১ শতাংশ ৬০ বছরের ঊর্ধ্বে হবে বলে অনুমান করা হয়েছে। সূচকে চারটি বিষয় বিবেচনা করা হয়েছে। এগুলো হলো আয়ের নিরাপত্তা, স্বাস্থ্য, ব্যক্তিগত সামর্থ্য এবং ব্যক্তি সম্মানিক নৈতিক ক্ষমতার পরিবেশে বসবাস করছে কিনা। সূচকে নরওয়ের পরেই আছে সুইডেন। এরপর খুব কাছাকাছি আছে সুইজারল্যান্ড, কানাডা ও জার্মানি। তালিকায় অস্ট্রেলিয়া, পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো উপরের দিকে অবস্থান করছে। তালিকায় সবচেয়ে নিচে রয়েছে এশিয়ার দেশ আফগানিস্তান। সূত্র : বিবিসি অনলাইন

chardike-ad