Search
Close this search box.
Search
Close this search box.

সিরিয়ায় স্কুলে গিয়ে প্রাণ গেল ৪১ শিশুর

Sriraসিরিয়ার সরকার নিয়ন্ত্রণাধীন হোমস শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে পর পর শক্তিশালী দুটি বোমা বিস্ফোরণে ওই স্কুলের ৪১ শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

chardike-ad

সিরিয়ার সরকার-সমর্থিত একটি টিভি চ্যানেলও এ হামলার চিত্র দেখিয়েছে। সেখানে পিতা-মাতারা তাদের সন্তানকে খুঁজছেন। স্কুলের মাটি রক্তে লাল হয়ে আছে। পাশে থাকা গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

হোমসের গভর্নর তালাল বারাজি এ হামলাকে সন্ত্রাসীদের কাজ বলে অভিহিত করেছেন। স্কুলের শিশুদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

একরাম আল-মুখজমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ত্যাগের সময় ওই বিস্ফোরণ ঘটে। তবে কর্মকর্তারা স্কুলের নাম প্রকাশ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পার্ক করা গাড়িতে রাখা বোমাটি প্রথমে বিস্ফোরিত হয়। এতে স্কুলটির সামনের অংশ উড়ে যায়। এর কয়েক মিনিট পর গাড়িতে করে আসা একজন ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। পর পর দুটি বিস্ফোরণে ৪৫ জন নিহত ছাড়াও ৫৬ জন আহত হয়েছে। কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার করেনি। ২০১১ সাল থেকে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার বিরোধীরা।

তথ্যসূত্র : আলজাজিরা।