শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৮ নভেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
শেয়ার

রবিবার থেকে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি


Primary teachers

পুলিশি বাধার মুখে প্রাথমিক শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচি

প্রাথমিক শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে সারা দেশে অনিদির্ষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) এ কর্মসূচির ঘোষণা দেন তারা।

বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবি বাস্তবায়নে শনিবার বিকাল তিনটার দিকে শাহবাগ অভিমুখী পদযাত্রা শুরু করে আন্দোলনরত শিক্ষকরা। এসময় পুলিশ বাধা দিলে একপর্যায়ে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

আন্দোলনরত শিক্ষকেরা অভিযোগ করেছেন, পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে পুলিশ বলছে, শিক্ষকেরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে চাইলে তাদের বাধা দেওয়া হয়।