Search
Close this search box.
Search
Close this search box.

আট শতাধিক ‘ভিআইপি’ কোরিয়ান শিশু!

korean_wonদক্ষিন কোরিয়ায় অনূর্ধ্ব ১৩ বছর বয়সী আট শতাধিক শিশু বিভিন্ন ব্যাংকে ‘ভিআইপি’ তালিকাভুক্ত হয়ে আছে! এসব শিশুর নামে তাদের ব্যক্তিগত ব্যাংক একাউন্টে ন্যূনতম একশ’ কোটি উওন অর্থ রয়েছে। কোরিয়ার ফিন্যানশিয়াল সুপারভাইসরি সার্ভিসের (এফএসএস) বরাত দিয়ে ক্ষমতাসীন স্যানুরী পার্টির সাংসদ কিম তা হান সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন।

এগুলো শিশুদের মধ্যে অর্থনৈতিক বৈষম্যেরই ইঙ্গিতবহ- এমন মন্তব্য করে সাংসদ কিম বলেন, “দেখা যাচ্ছে বড়দের মতোই ছোটদের মধ্যেও ধনী-গরিব আছে!”

chardike-ad

এই মুহূর্তের সবচেয়ে ‘ধনী’ কোরিয়ান শিশুটির হানা ব্যাংক একাউন্টে জমাকৃত নগদ অর্থের পরিমাণ ২ হাজার ৯শ’ কোটি উওন। দ্বিতীয় সর্বোচ্চ ধনী শিশুর শিনহান ব্যাংক একাউন্টে রয়েছে ১ হাজার ৩০ কোটি উওন।

কিম জানান কেন শিশুদের নামে এতো পরিমাণ অর্থ জমা করা হচ্ছে তা খতিয়ে দেখা হবে, “কর সংক্রান্ত ঝামেলা বা সম্পদ সংরক্ষণে সৃষ্ট জটিলতা এড়াতে এমনটা করা হচ্ছে কিনা তা যাচাই করা হবে।”