মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২ ডিসেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শেয়ার

ইরানে বিশাল স্বর্ণ ভাণ্ডার আবিষ্কার


gold

ছবি: সংগৃহীত

ইরানে স্বর্ণের একটি নতুন ও বিশাল ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণ খনিতে নতুন একটি স্বর্ণের শিরা বা ভেইন স্ট্রাকচার শনাক্ত হয়েছে, যা দেশটির খনিজ খাতে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় নব আবিষ্কৃত এই মজুত আনুষ্ঠানিকভাবে যাচাই ও অনুমোদন করেছে। রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, শাদান খনির নতুন ভাণ্ডারে রয়েছে প্রায় ৬১ মিলিয়ন টন স্বর্ণ আকরিক। এর মধ্যে ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

যদিও ইরান আনুষ্ঠানিকভাবে দেশের মোট স্বর্ণ ভাণ্ডারের পরিমাণ প্রকাশ করে না, তবে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ ক্রয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদরেজা ফারজিন জানান, ২০২৩-২৪ সালে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বিশ্বে শীর্ষ পাঁচ স্বর্ণ-ক্রয়কারী ব্যাংকের একটি ছিল। আইএসএনএও এ তথ্য প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ইয়েকতা আশরাফি বলেন, ‘স্বর্ণ ভাণ্ডার বৃদ্ধি দেশের অর্থনীতিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ থেকে সহায়তা করবে।’

বর্তমানে ইরানে মোট ১৫টি স্বর্ণ খনি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় খনি হলো দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত জারশুরান। ডলারের বিপরীতে রিয়ালের অবমূল্যায়ন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে ইরানিদের কাছে স্বর্ণ এখন সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।