মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
শেয়ার

কারাগারে সুস্থ আছেন ইমরান খান, জানালেন তার বোন উজমা


imran-osama

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান আদিয়ালা কারাগারে সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খানম। কারাগারে ইমরানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর গতকাল তিনি ভাইয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পান। এর আগে ইমরানের ছেলে বাবার বেঁচে থাকার প্রমাণ চেয়েছিলেন। উজমার সাক্ষাৎ শেষে সব জল্পনার অবসান ঘটেছে। খবর–ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়, গতকাল কারা কর্তৃপক্ষ উজমাকে ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ দেয়। উজমা যখন কারাগারে প্রবেশ করেন, বাইরে অবস্থান করছিল বিপুল সংখ্যক পিটিআই সমর্থক। সাক্ষাৎ শেষে তিনি জানান, ইমরান খান শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন; তবে তিনি ক্ষুব্ধ এবং অভিযোগ করেছেন যে তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।

উজমা আরও জানান, ইমরানকে সারাদিন কক্ষে আটকে রাখা হয় এবং খুব অল্প সময়ের জন্য তাকে বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়। প্রায় ৩০ মিনিট ধরে তাদের সাক্ষাৎ চলে। পিটিআই কর্মীরা অভিযোগ করছিলেন, দীর্ঘদিন ধরে তাদের কাউকেই ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, এমনকি পরিবারের সদস্যদের আবেদনও বারবার ফিরিয়ে দেওয়া হয়েছিল।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও বলেন, ২৭ অক্টোবর থেকে কেউ ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে কারাগারের ভেতরে ইমরানকে হত্যা করা হয়েছে। যদিও কারা কর্তৃপক্ষ প্রথম থেকেই এসব দাবি নাকচ করে আসছিল।

এদিকে গতকাল পিটিআই বড় ধরনের বিক্ষোভের ডাক দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জারি করা হয় ১৪৪ ধারা।