
২০১ কিলোমিটার দীর্ঘ নাননিং-পিংশিয়াং রেললাইনটি দুই ভাগে নির্মিত হয়েছে
দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে নতুন একটি হাই-স্পিড রেল লাইন পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। সম্প্রতি চালু হওয়া এই রেললাইনের মাধ্যমে রাজধানী নাননিং ও ভিয়েতনাম সীমান্তবর্তী কাউন্টি-লেভেলের শহর পিংশিয়াংয়ের মধ্যে ভ্রমণ সময় ৭০ শতাংশ কমে যাবে। এই তথ্য নিশ্চিত করেছে চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কো. লিমিটেড (চায়না রেলওয়ে)।
২০১ কিলোমিটার দীর্ঘ নাননিং-পিংশিয়াং রেললাইনটি দুই ভাগে নির্মিত হয়েছে, নাননিং–ছংচুয়ো ও ছংচুয়ো–পিংশিয়াং সেকশন।
নাননিং–ছংচুয়ো অংশটি ২০২২ সালের ডিসেম্বরে চালু হয়, যা দুই শহরের ভ্রমণ সময় দুই ঘণ্টা ৩৬ মিনিট থেকে কমিয়ে মাত্র ৫২ মিনিটে আনে।
এবার ৮১ কিলোমিটার দীর্ঘ ছংচুয়ো–পিংশিয়াং সেকশনও চালু হওয়ায় পুরো প্রকল্পের কাজ সম্পন্ন হলো। ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে চলার সক্ষমতা রয়েছে নতুন এই অংশে।
শুরুর ধাপে প্রতিদিন এই রুটে চার জোড়া হাই-স্পিড ট্রেন চলবে। নতুন রেললাইন খোলার ফলে নাননিং হাবের মাধ্যমে জাতীয় হাই-স্পিড রেল নেটওয়ার্কের সাথে সরাসরি সংযোগ প্রতিষ্ঠিত হবে।







































