
ছবি: সংগৃহীত
ভারতের পর্যটননগরী গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ও ভারতীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উত্তর গোয়ার আরপোরা গ্রামের ওই নাইটক্লাবে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় কয়েকজন পর্যটকসহ রান্নাঘরের বহু কর্মী প্রাণ হারান বলে জানিয়েছে পিটিআই।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “গোয়ার জন্য আজ অত্যন্ত বেদনায় ভরা দিন। ভয়াবহ আগুনে ২৩ জনের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্তের নির্দেশ দিয়েছি। দায়ীদের কঠোর শাস্তি দেওয়া হবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আহতদের স্ট্রেচারে করে দ্রুত অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ভবনের ভেতর থেকে বের হচ্ছে আগুনের গোলা ও ঘন ধোঁয়া।
মুখ্যমন্ত্রী জানান, নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক এবং অন্তত তিনজন নারী রয়েছেন। তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা শ্বাসরোধে মারা গেছেন।
পিটিআই জানায়, রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরে এএনআই নিশ্চিত করে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সব মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরব সাগর উপকূলে অবস্থিত গোয়া ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেখানে প্রতি বছর লাখো দেশি-বিদেশি পর্যটক ভিড় করেন এর নাইটলাইফ ও বালুকাবেলা উপভোগ করতে।







































