Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ান ভাষায় বাংলাদেশ সম্পর্কে সাতটি প্রশ্ন

কোরিয়া প্রবাসীদেরকে প্রায় বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। কোরিয়ান কলিগ কিংবা বসের এসব প্রশ্নের উত্তর বেশিরভাগ সময় কোরিয়ান ভাষায় দিতে হয়। বাংলাদেশ সম্পর্কে কোরিয়ানদের করা প্রশ্নগুলোর মধ্য থেকে বাছাইকৃত সাতটি প্রশ্নের উত্তর দেওয়া হল।

dhaka capitalপ্রশ্ন ১ – 방글라데시의 수도가 어디입니까? (বাংলাদেশের রাজধানীর নাম কি?)

chardike-ad

উত্তর- 방글라데시의 수도는 다카 입니다. (বাংলাদেশের রাজধানী ঢাকা।) *কোরিয়ান ভাষায় বাংলাদেশের উচ্চারণ ‘방글라데시-বাংগুলাদেশি’ হবে। ‘수도’ অর্থ রাজধানী। ‘다카’ হল ঢাকা।

 

bangladesh mapপ্রশ্ন ২ – 방글라데시의 면적이 얼마나 됩니까? (বাংলাদেশের আয়তন কত?)

উত্তর- 방글라데시의 면적이 147,570km² (십사만 칠천 오백 칠십 제곱 킬로미터)입니다. 한국 면적의 약 1.5배정도 입니다. (বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। কোরিয়ার আয়তনের প্রায় দেড়গুণ।) *এখানে ‘면적’ মানে আয়তন। ‘얼마나’ অর্থ কত। বর্গ কিলোমিটারকে কোরিয়ান ভাষায় ‘제곱 킬로미터’ বলে। আর ‘1.5배’ মানে দেড়গুণ।

 

প্রশ্ন ৩ – 방글라데시의 인구는 몇 명입니까? (বাংলাদেশের জনসংখ্যা কত?)

উত্তর –방글라데시의 인구는 1억6천만명쯤입니다. 세계 8위입니다. (বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি। পৃথিবীর মধ্যে অষ্টম।) * ‘인구’ অর্থ জনসংখ্যা। ‘1’ মানে ১০ কোটি, ‘6천만’ মানে ৬ কোটি। একসাথে ‘1억6천만’ মানে ১৬ কোটি। ‘세계’ অর্থ বিশ্ব।

 

takaপ্রশ্ন ৪- 방글라데시 화폐 단위는 무엇입니까? (বাংলাদেশের মুদ্রার নাম কি?)

উত্তর – 방글라데시 화폐 단위는 타카(BDT) 입니다. 방글라데시 환율은 1타카 = 약14원입니다. (বাংলাদেশের মুদ্রার নাম টাকা। বাংলাদেশের ১ টাকায় প্রায় ১৪উওন।) *‘화폐’ মানে মুদ্রা, ‘단위’ একক। ‘화폐 단위’ অর্থ মুদ্রার নাম (একক)। ‘환율’ অর্থ মানি একচেঞ্জ রেট।

 

প্রশ্ন ৫- 방글라데시는 어느 언어를 사용합니까? (방글라데시의 언어가 무엇입니까?) (বাংলাদেশের মানুষ কোন ভাষায় কথা বলে?)

উত্তর – 방글라데시 언어는 벵골어입니다. / 방글라데시에서는 벵골어를 사용합니다. (বাংলাদেশের ভাষা বাংলা। বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে।) *  ‘언어‘ অর্থ ভাষা। বাংলাকে কোরিয়ান ভাষায় ‘벵골어‘ বলে।

 

Coxbazar-Focus Banglaপ্রশ্ন ৬- 방글라데시에서 가장 멋진 관광지는 어디입니까? (বাংলাদেশের বিখ্যাত পর্যটন এলাকাগুলো নাম কি কি?)

উত্তর – 방글라데시의 주요 관광지는 유네스코가 자연보호지역으로 지정한 순다르반(Sundarban), 치타공(Chittagong) 남부 지역에 위치한 세계 최장 해안선인 ( 가장 길게 이어진 해변 모래사장인) 콕스 바자르(Cox’s Bazar) 해안입니다. (বাংলাদেশের প্রধান প্রধান পর্যটন এলাকাগুলো হল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত সুন্দরবন, চটগ্রামের দক্ষিণে অবস্থিত বিশ্বের সবচেয়ে  দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত ককসবাজার। ) * 관광지-পর্যটন এলাকা, 유네스코– ইউনেস্কো, 자연보호지역-পরিবেশ রক্ষাকারী এলাকা, 남부 지역– দক্ষিণাঞ্চল, 해변-বীচ/সৈকত, 모래– বালি, 해안– উপকূল।

 

প্রশ্ন ৭-  방글라데시와  한국의 시간차이는 얼마나 됩니까?  (কোরিয়ার সাথে বাংলাদেশের কয় ঘন্টার ব্যবধান?)

 উত্তর– 방글라데시와 한국의 시간차이는 3시간 입니다. 방글라데시는 한국보다 3시간이 늦습니다. (কোরিয়ার সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান ৩ ঘন্টা। বাংলাদেশ কোরিয়া থেকে ৩ঘন্টা পিছনে।) * 시간차이– সময়ের ব্যবধান, 늦습니다– পিছনে।