Search
Close this search box.
Search
Close this search box.

এবোলা মোকাবিলায় ১৯৩ কোটি টাকা দিচ্ছেন জাকারবার্গ

বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গতকাল এক ঘোষণায় বলেছেন, তিনি ও তার স্ত্রী প্রিসিলা চ্যান প্রাণঘাতী ভাইরাস এবোলা প্রতিরোধে আড়াই কোটি ডলার অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ১৯৩ কোটি ৫০ লাখ টাকা দান করবেন।45740_ebo ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফাউন্ডেশন’-এ বিপুল এ অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ফেইসবুকে একটি পোস্টের মাধ্যমে তার ইচ্ছার কথা ব্যক্ত করেন জাকারবার্গ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই পোস্টে জাকারবার্গ লিখেছেন, স্বল্প সময়ের মধ্যেই আমাদের এবোলা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, যাতে এ সংক্রমণ আর ছড়াতে না পারে এবং দীর্ঘমেয়াদী বৈশ্বিক স্বাস্থ্য সমস্যায় পরিণত না হয়। এ প্রসঙ্গে তিনি এর আগে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এইচআইভি ও পোলিও সংক্রমণের দৃষ্টান্ত উপস্থাপন করেন। গিনিতে গত মার্চে প্রথম এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয় এবং পরে তা পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯১৪ জন এবং প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৪৪৭ জন। গতকাল সর্বশেষ এ পরিসংখ্যান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক জেনারেল ব্রুস এইলওয়ার্ড।