korea 14 diedকোরিয়ার খিয়ংগি প্রদেশের সংনামে ভেন্টিলেশন ভেংগে অন্তত ১৪ জন মারা গেছে। মারাত্মক আহত হওয়া ১০জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

ফানগিও টেকনো ভ্যালিতে একটি কনসার্ট চলাকালে এই দুর্ঘটনা ঘটে। একটি প্রাদেশিক এজেন্সী আয়োজিত এই কনসার্টে প্রায় ৭০০ জন দর্শক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিছু দর্শক কনসার্ট ভালভাবে দেখার জন্য ভেন্টিলেশনের উপরে থাকা কাভারের উপরে দাঁড়ালে এই দুর্ঘটনা ঘটে। আজ বিকাল ৫টা ৫৩ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

chardike-ad