Search
Close this search box.
Search
Close this search box.

দুবাইয়ে সাড়ে ৪ হাজার বাংলাদেশি বিপাকে

dubaiসংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সিস্টেম কোম্পানির মালিক পালিয়ে যাওয়ায় প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি শ্রমিক বিপাকে পড়েছেন।

কোম্পানিতে পাকিস্তানি, ভারত, বাংলাদেশিসহ প্রায় ১৮ হাজার শ্রমিক কাজ করেন। তাদের অনেকেই দুবাই সোনাপুর ক্যাম্পে আছেন। ওই কোম্পানির মালিক লেবাননের।

chardike-ad

কোম্পানিতে কর্মরত শ্রমিকেরা জানান, মালিকপক্ষ গত তিন মাস ধরে কোনো বেতন দেয়নি।

মালিক পালিয়ে যাওয়ায় এখন দুবাই লেবার অফিস থেকে বলা হয়েছে, যারা দেশে চলে যেতে চায়, তাদেরকে ৩ হাজার ইউএই দিরহাম ও বিমানের টিকেট দেওয়া হবে। আর যারা থাকবে তাদেরকে অন্য কোম্পানিতে কাজ করার অনুমতি দেওয়া হবে।