Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে তিন সপ্তায় ছয় পাকিস্তানির শিরোশ্ছেদ

soudiচোরাচালানের অপরাধে এক পাকিস্তানির শিরোশ্ছেদ করেছে সৌদি আরব সরকার। বৃহস্পতিবার এই শিরোশ্ছেদ করা হয়। দেশটিতে গত তিন সপ্তাহে এ নিয়ে ছয় পাকিস্তানির শিরোশ্ছেদ করা হল।

সৌদি বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে, “হিরোইন পাচারের অপরাধে  রিয়াদে আমিন আল্লা জার গুলের শাস্তি কার্যকর করা হয়েছে।”

chardike-ad

এবছর সৌদি আরবে ৬৫ জনের শিরোশ্চেদ করা হয়। এর মধ্যেগত ১৫ অক্টোবর পাঁচ পাকিস্তানির শিরোশ্ছেদ কার্যকর করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, “সৌদি সরকার মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। কারণ এটি ব্যক্তি ও সমাজের জন্য খুবি ক্ষতিকর।”

এর আগে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের এক বিশেষজ্ঞ দূত মৃত্যুদণ্ডের সব সাজা স্থগিত করার জন্য সৌদি সরকারের প্রতি আহবান জানিয়েছিলেন।

জাতিসংঘের বিচারবর্হিভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূত ক্রিস্টফ হেইনস বলেন, “মৃত্যুদণ্ডের বিচারগুলো সব মানেই ত্রুটিপূর্ণ। অপরাধীদের অধিকাংশকে আইনি সহায়তার সুযোগ দেয়া হয় না।” -ডন।