Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে বিদেশিদের সর্বনিম্ন মজুরি ২৫০০ রিয়েলের উদ্যোগ

soudi-mapবিদেশি শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ২ হাজার ৫০০ রিয়েল নির্ধারণের চিন্তাভাবনা করছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়।

মঙ্গলবার এক খবরে সৌদি গেজেট জানিয়েছে, ২০১৫ সালে দেশটিতে চলমান মজুরি সংরক্ষণ কার্যক্রমের ৩য় এবং শেষ ধাপ সম্পন্ন হওয়ার পরে এ মজুরি প্রযোজ্য হতে পারে।

chardike-ad

একই সাথে সৌদি নাগরিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৫ হাজার ৩০০ রিয়েল নির্ধারণ করা হতে পারে।

গত মার্চে মজুরি সংরক্ষণ কার্যক্রমের ২য় ধাপ শুরু হয়েছে।

তবে বর্তমানে দেশটিতে সৌদি এবং বিদেশি শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কত সে সম্পর্কে কিছু জানায়নি সৌদি গেজেট।

প্রসঙ্গত, আমেরিকান রিসার্চ ওয়েবসাইট বায়োর জরিপ অনুযায়ী, সৌদি আরবে অভিবাসীর সংখ্যা মোট ৯০ লাখ ৬ হাজার। এর মধ্যে ১৪.৪ শতাংশ বাংলাদেশি। সংখ্যার হিসাবে এটি ১০ লাখ ৩১ হাজার; যা সেদেশে অভিবাসীদের মধ্যে ৩য় সর্বোচ্চ।

অধিক আয়ের আশায় বিদেশি শ্রমিক হিসেবে তারা দেশটিতে অবস্থান করছেন।