Search
Close this search box.
Search
Close this search box.

মিসৌরিতে জরুরি অবস্থা জারি

missouri-usa

যুক্তরাষ্ট্রে এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যু হয়েছিল। এর বিচারকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার গভর্নর।

chardike-ad

ওই শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে কি না- সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি গ্র্যান্ড জুরি। তবে খুব দ্রুত সেই বিষয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যাতে আবার অস্থিরতা ছড়িয়ে না পড়ে সে কারণে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

জরুরী অবস্থা চলাকালে পুরো অঙ্গরাজ্যে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হবে।

গত আগস্ট মাসে ফার্গুসন শহরে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এই দাঙ্গা চলতে থাকে।

এই হত্যাকাণ্ডের দায়ে কর্মকর্তা উইলসনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে কি না- সে ব্যাপারে যে কোনো সময়ে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে গ্র্যান্ড জুরির। এই সিদ্ধান্তকে সামনে রেখেই জরুরি অবস্থা জারি করলেন গভর্নর।

অবশ্য জুরি কবে এই রায় দেবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি।

কৌঁসুলিরা বলছেন, চলতি নভেম্বর মধ্যভাগ থেকে শেষভাগের মধ্যে যে কোনো সময়ে জুরিরা একটা সিদ্ধান্তে পৌঁছবেন বলে আশা করা যায়।

সূত্র: বিবিসি