Search
Close this search box.
Search
Close this search box.

১৪ দিনে রেমিটেন্স ৬০ কোটি ডলার

dollarচলতি বছরে নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৬০ কোটি ৭৬ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স (প্রবাস আয়) দেশে পাঠিয়েছে।

এর মধ্যে প্রথম সপ্তাহে অর্থাৎ ১ থেকে ৭ তারিখের মধ্যে রেমিটেন্স পাঠিয়েছে ২৮ কোটি ৬৩ লাখ ডলার। আর শেষ দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ৮ থেকে ১৪ তারিখের মধ্যে পাঠিয়েছে ৩২ কোটি ১২ লাখ মার্কিন ডলার।

chardike-ad

বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে প্রবাসীরা রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়েছে ২০ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৮০ লাখ মার্কিন ডলার, দেশিয় বাণিজ্যিক ৩৯টি ব্যাংকের মাধ্যমে ৩৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ৯টি ব্যাংকের মাধ্যমে ৭২ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসিরা।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সব চেয়ে বেশি এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স এসেছে ১৫ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার। এরপরের অবস্থান রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের। প্রবাসীরা ৭ কোটি ৬৩ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছে ব্যাংকটির মাধ্যমে।

তৃতীয় অবস্থানে থাকা সোনালী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৬ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। আর জনতা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৫ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বছরের প্রথম দিকে বিদেশে জনশক্তি রপ্তানি অনেক কমে গেছে। এর ফলে রেমিটেন্স প্রবাহ কমেছে। তবে সরকার জনশক্তি রপ্তানি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর ফলে বছরের শুরুর তুলনায় শেষদিকে জনশক্তি রপ্তানি বেড়েছে। এতে আগামী বছর রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে তিনি মনে করেন।