বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ নভেম্বর ২০১৪, ২:০৮ অপরাহ্ন
শেয়ার

লতিফ সিদ্দিকীর আত্মসমর্পণ


image_155217.lotif siddiki1অবশেষে আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী পুলিশের কাছে ধরা দিলেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ধানমণ্ডি থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন।

ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, লতিফ সিদ্দিকী নিজে থানায় এসে আত্মসমর্পণ করেন। তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

এই বিষয়ে পরে আরও বিস্তারিত জাননো হবে বলে তিনি জানান।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে লতিফ সিদ্দিকীকে। এর কিছুক্ষণ পরেই লতিফ সিদ্দিকী ধানমণ্ডি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।