বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ নভেম্বর ২০১৪, ১:২৪ অপরাহ্ন
শেয়ার

আবারও নতুন দলের ঘোষণা নাজমুল হুদার


najmulবিএনপির বহিষ্কৃত নেতা ও প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আবারও একটি নতুন দলের ঘোষণা দিয়েছেন।

শনিবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের আইনি চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নাজমুল হুদা তার নতুন দলের নাম দিয়েছেন বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) এবং একই সঙ্গে তিনি তার নতুন দল নিয়ে জোটের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন। জোটের নাম বাংলাদেশ জাতীয় জোট।

তবে নতুন জোটের নাম ঘোষণা করলেও তাতে কোন কোন দল অন্তর্ভুক্ত হবে, তা জানাননি ব্যারিস্টার নাজমুল।

এর আগে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামের একটি দল গঠন করেছিলেন বিএনপির বহিষ্কৃত এই নেতা।