Search
Close this search box.
Search
Close this search box.

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ban-vs-omanটুর্নামেন্ট শুরুর আগে চেনা মাঠ, পরিবেশ, খাবার ও দর্শকের সুবিধা নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করেছিলেন কোচ মামুনুর রশীদ ও অধিনায়ক সারোয়ার হোসেন। আশার প্রতিফলন মিলল টুর্নামেন্ট শেষে। কোনো ম্যাচ না হেরে জুনিয়র এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

রোববার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ওমানকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সারোয়ার বাহিনী। টুর্নামেন্টে ৫ ম্যাচে ৩৫ গোল করেছে লাল-সবুজ বাহিনী। বিপরীতে বাংলাদেশের জালে একবারও বল পাঠাতে পারেনি প্রতিপক্ষ।

chardike-ad

ফাইনালের ৩টি গোল আসে কর্নার থেকে। ম্যাচের ১৬ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার গোল পায় বাংলাদেশ। এসময় মিলনের পুশ সরোয়ারের স্টপ থেকে গোল করেন খোরশেদ (১-০)। ২৫তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল পায় স্বাগতিকরা। এসময় গোল করেন আশরাফুল (২-০)।

দ্বিতীয়ার্ধের ৩৮ ‍মিনিটে পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল পায় বাংলাদেশ। এসময় মিলনের কর্নার ও সরোয়ারের পুশ থেকে হিটে ব্যাক্তিগত দ্বিতীয় গোল করেন খোরশেদ (৩-০)।

৫০তম মিনিটে কৌশিকের সহায়তায় সরোয়ার ৪র্থ বারের মতো ওমানের জালে বল জড়ায়।

খেলার বাকি সময়ে কোনো দলই গোল না করতে পারলে ৪-০ তেই শিরোপা মুকুট ওঠে বাংলাদেশের মাথায়।