Search
Close this search box.
Search
Close this search box.

ব্রিটেনে পরিবারগুলোর সাপ্তাহিক ব্যয় ৫১৭ পাউন্ড

britain২০১৩ সালে ব্রিটেনের পরিবারগুলোর গড় সাপ্তাহিক ব্যয় আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেড়ে ৫১৭ পাউন্ড ছাড়িয়েছে। তবে তা মন্দা-পূর্ববর্তী সর্বোচ্চের চেয়ে কম। খবর সিনহুয়া।

সরকারের পরিসংখ্যান এজেন্সি অফিস অব ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) সম্প্রতি জানিয়েছে, ব্রিটেনের প্রতিটি পরিবারের গড় সাপ্তাহিক ব্যয় ২০১২ সালের ৫০১ পাউন্ড থেকে ১৬ দশমিক ৩ পাউন্ড বেড়েছে। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০০৬ সালে তা ছিল ৫৩৯ দশমিক ৮ পাউন্ড, যা মন্দা-পূর্ববর্তী বছরগুলোয় সর্বোচ্চ।

chardike-ad

২০১৩ সালে পরিবারগুলোকে আবাসন ও পরিষেবায় সবচেয়ে বেশি ব্যয় করতে হয়েছে, সপ্তাহে গড়ে ৭৪ পাউন্ড, যা মোটের ১৪ শতাংশ। ব্যয়ের দ্বিতীয় সর্বোচ্চ খাত ছিল পরিবহন, সপ্তাহে প্রায় ৭০ পাউন্ড। তৃতীয় সর্বোচ্চ ছিল বিনোদন ও সংস্কৃতি, প্রায় ৬৪ পাউন্ড।

সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ ব্রিটিশ পরিবারের সাপ্তাহিক ব্যয় ১ হাজার ১২০ পাউন্ড এবং সর্বনিম্ন ১০ শতাংশের ব্যয় ১৯০ পাউন্ড। বণিকবার্তা।