Search
Close this search box.
Search
Close this search box.

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান মালালা

malalaনিজ দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

বুধবার এক সাক্ষাৎকারে তিনি বিবিসিকে জানান, ভবিষ্যতে তিনি রাজনীতিতে যুক্ত হতে চান এবং সেখানেই নিজের ক্যারিয়ার গড়তে চান।

chardike-ad

সর্বকনিষ্ঠ এ নোবেল বিজয়ী জানান, যুক্তরাজ্যে তার শিক্ষাজীবন সমাপ্ত করে একদিন নিজেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

নোবেল পুরস্কার নেওয়ার আগে নরওয়ের অসলোতে বিবিসির হার্ডটক অনুষ্ঠানে সঞ্চালক স্টিফেন সাকুরের সাথে আলাপকালে ১৭ বছর বয়সী মালালা বলেন, তিনি পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোর রাজনৈতিক জীবন থেকে অনুপ্রেরণা পেয়েছেন যিনি ২০০৭ সালে নিহত হওয়ার আগে দুদফায পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, মেয়েদের শিক্ষার বিষয়ে ভূমিকার জন্য চলতি বছর ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থির সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছেন মালালা।

নারী শিক্ষার বিষয়ে কথা বলার জন্য ২০১২ সালে তালেবানের হামলার শিকার হয়েছিলেন তিনি।