Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি মুয়াজ্জিনের গুলিতে বাংলাদেশি নিহত

Majmahসৌদি আরবে এক মুয়াজ্জিন এক বাংলাদেশি অভিবাসীকে গুলি করে হত্যা করেছে।

বৃহস্পতিবার এক খবরে আরব নিউজ জানিয়েছে, গত রোববার বিকাল সাড়ে ৩টার দিকে আসরের নামাজের সময় রিয়াদ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাজমাহ জেলার অরতাইওয়ার একটি মসজিদে এ ঘটনা ঘটে।

chardike-ad

এ সময় ওই সৌদি মুয়াজ্জিনের গুলিতে আরেক ভারতীয় অভিবাসী আহত হয়েছে।

আরব নিউজ জানিয়েছে, নিহত বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ রফিক তাজুল ইসলাম (৩২)।

ঘটনাস্থলে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পায়।

সূত্রের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, নিহত বাংলাদেশি ওই মুয়াজ্জিনের হয়ে আজান দেওয়ার কাজ করতেন। ঘটনার দিন তিনি যথাসময়ে আজান দিতে ব্যর্থ হলে সৌদি মুয়াজ্জিন ক্ষুদ্ধ হয়ে এ ঘটনা ঘটায়।

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলের মোহাম্মদ সারওয়ার আলম জানান, নিহত বাংলাদেশির বাড়ি শরীয়তপুর জেলার খোলাপাড়ায়। তিনি মাঝে মাঝে ওই মসজিদে কাজ করতেন।

সারওয়ার আলম আরও জানান, ঘটনার ব্যাপারে নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে এবং এ ব্যাপারে দূতাবাসের আইনি দল প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখছে।

আরব নিউজ জানিয়েছে, এ ঘটনার পর ওই মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সৌদি পুলিশ দাবি করেছে, ওই মুয়াজ্জিন নিকটস্থ একটি হাসপাতালের মানসিক রোগী। ঘটনার ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।