cosmetics-ad

হিন্দু হলেই নগদ অর্থ!

ছবি পোস্টে নতুন ব্যবস্থা আনল ফেসবুক

ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্মে দীক্ষা নিলেই পাওয়া যাবে নগদ পুরস্কার। মুসলমান এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কেউ হিন্দু ধর্মে রূপান্তরিত হলে তার পরিবারকে দেওয়া হবে নগদ অর্থ।

তবে ওই ২টি ধর্মের মানুষের জন্য নগদ অর্থের পরিমাণ ভিন্ন।

মুসলমান ধর্মের কেউ হিন্দু ধর্মে দীক্ষা নিয়ে তিনি পাবেন ৫ লাখ ভারতীয় রুপি। অন্যদিকে খ্রিস্টান ধর্মের কেউ হিন্দু ধর্মের দীক্ষা নিলে তাকে দেওয়া হবে ২ লাখ ভারতীয় রুপি।

অর্থের পরিমাণটা বেশি নাকি কম? এই চিন্তা অনেকেই করতে পারেন। আবার অনেকেই হয়তো ভাবছেন, এটা কি করে সম্ভব? কেউ কি এমনটা করবে?

ঠিক তাই, অনেকের কাছে অবিশ্বাস্য এই পুরস্কার ঘোষণা করা হয়েছে ভারতে। দেশটির ধর্ম জাগরণমঞ্চ নামের এক সংগঠনের পক্ষ থেকে হিন্দু ধর্মানুসারী বাড়ানোর লক্ষ্যে এমনটি করা হয়েছে।

ধর্ম জাগরণমঞ্চের নেতা রাজেশ্বর সিংহ বলেছেন, বড়দিনের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমাদের পরিকল্পনা, আলিগড়ে একসঙ্গে অনেক জনকে হিন্দু ধর্মে রূপান্তর করা।

সংগঠনের আগ্রা শাখার প্রধান বলেন, যেকোনো অনুষ্ঠানের জন্য টাকার প্রয়োজন আছে। তবে অর্থ পুরস্কারের বিষয়ে সংবাদমাধ্যমকে কোনো কথা বলার প্রয়োজন মনে করছি না। কারণ সংবাদমাধ্যম আইন বা প্রশাসনের এখতিয়ারভুক্ত কেউ নয়।