Search
Close this search box.
Search
Close this search box.

এশিয়ার এক নম্বর ধনী আলিবাবা প্রতিষ্ঠাতা

alibabaচীনের বৃহত্তম ই-কমার্স কোম্পানি আলিবাবা-র প্রতিষ্ঠাতা জ্যাক মা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি৷ ব্লুমবার্গ-এর এক সমীক্ষায় শুক্রবার রাতে এই খবর প্রকাশিত হয়েছে৷ ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে ৫০ বছর বয়সি মা-এর মোট সম্পত্তির পরিমাণ ২৯০০ কোটি ডলার৷ এর ফলে গত আড়াই বছর ধরে এক নম্বরে থাকা হংকংয়ের নির্মাণ ও জাহাজ ক্ষেত্রের প্রবাদপ্রতিম শিল্পপতি লি কা-শিং নেমে গেলেন দ্বিতীয় স্থানে৷

মা-কে অভিনন্দন জানিয়ে লি বলেছেন, ‘চীনের শিল্পপতিরা যখন সফল হন, তখন আমার চেয়ে বেশি আনন্দিত আর কেউ হয় না৷’

chardike-ad

ইংরেজির প্রাক্তন শিক্ষক মা, ১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠা করেন৷ এই আগস্টে চীনের সবচেয়ে ধনী ব্যক্তি ঘোষিত হওয়ার পর মা বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া বড় যন্ত্রণার৷’ সংবাদসংস্থা।