Search
Close this search box.
Search
Close this search box.

আফগানিস্তানে সেনা অভিযানে নিহত ১৫০

afganistan সেনা অভিযানে গত ১২ দিনে দেড় শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান সরকার। আফগানিস্তানের কুনার প্রদেশের পুলিশের মুখপাত্র মঙ্গলবার বলেছেন, গত ১২ দিনে সরকারি বাহিনীর অভিযানে অন্তত ১৫১ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। কুনার প্রদেশের পাকিস্তান সীমান্তের কাছে ওই সব অভিযান চালানো হয়।

জেনারেল আব্দুল হাবিব সৈয়দ খলিলি নামের ওই মুখপাত্র জানান, ওই সব অভিযানে উভয়পক্ষের সংঘর্ষে শতাধিক তালেবান যোদ্ধা আহত হয়েছে। পাকিস্তানি তালেবান ও লস্কর-ই-তৈয়্যেবা সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত হচ্ছে বলে জানান তিনি।

chardike-ad

খলিলি আরও বলেন, নিহতদের মধ্যে অন্তত ১৭ জন বিদেশী যোদ্ধা রয়েছে। এ ঘটনা থেকে প্রমাণিত হয় যে, বিদেশীরাও স্থানীয় বিদ্রোহীদের সহায়তা করছে। সূত্র: ডন।