Search
Close this search box.
Search
Close this search box.

সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

hartal

গাজীপুরে পূর্বনির্ধারিত সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে সোমবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার এই সমাবেশ হওয়ার কথা ছিল।

chardike-ad

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যাালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের এই ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে মির্জা ফখরুল ২০ দলীয় জোটের মহাসচিব পর্যািয়ে বৈঠক করেন। সেখানেই হরতাল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে বিএনপির সমাবেশের কর্মসূচি ছিল। কিন্তু ছাত্রলীগ সেখানে পাল্টা সমাবেশ ডাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় শুক্রবার প্রশাসন ওই মাঠ ও আশপাশে ১৪৪ ধারা জারি করে এবং গাজীপুরে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

এর প্রতিবাদে শুক্রবার রাতেই এক সংবাপ সম্মেলনে শনিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। শনিবারের হরতালের সময়সীমা শেষে নতুন করে দেশজুড়ে সোমবার হরতাল পালনের ঘোষণা দিল ২০ দল।