বিদেশীদের জন্য সুযোগ সুবিধা বাড়াবে কোরিয়া

Foreigners-in-Koreaদক্ষ বিদেশীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করবে দক্ষিণ কোরিয়া। উৎপাদনশীল জনসংখ্যা কমে যাওয়া বিদেশীদের মধ্য থেকে দক্ষ এবং মেধাবীদের জন্য সুযোগ সুবিধা বাড়িয়ে মূলত সেই স্থান পূরণতেই এসব সুবিধা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া। কোরিয়ান সরকারের নতুন পলিসি অনুযায়ী বয়স, শিক্ষাগত যোগ্যতা, আয় এবং কোরিয়ান ভাষায় দক্ষতার ভিত্তিতে বিদেশী দক্ষ কর্মীদেরকে স্থায়ী রেসিডেন্স ভিসা দেওয়া হবে।

বিদেশী নাগরিকরা কোরিয়ায় মাত্র একবছর অবস্থান করেই স্থায়ী রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে স্থায়ী রেসিডেন্স ভিসার জন্য কমপক্ষে পাঁচবছর কোরিয়ায় বসবাস করতে হয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ক্রমান্বয়ে এইসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রানালয় আয়োজিত কর্ম পরিকল্পনা বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চারটি ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা করা হয়। ক্ষেত্রেগুলো হলো পাবলিক সেক্টর, অর্থনৈতিক উন্নয়ন, শ্রম বাজারের পুনর্গঠন ও শিক্ষা খাতে উন্নতি সাধন।