Search
Close this search box.
Search
Close this search box.

দেশে দেশে বর্ষবরণ উৎসব

new-year-2015

দেশে দেশে ইংরেজী নতুন বছর ২০১৫ সাল বরণ অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ডে বর্ষবরণ শুরু হয়। ঘড়ির কাঁটা বৃহস্পতিবার ১২টা (গ্রীনিচ সময় বুধবার ১১টা ০০ মিনিটে) ছোঁয়ার সঙ্গে সঙ্গেই অকল্যান্ড শহরে অবস্থিত এক হাজার ৭৬ ফুট উঁচু স্কাই টাওয়ার থেকে আতশবাজি ফুটিয়ে নববর্ষকে স্বাগত জানায় নিউজিল্যান্ডবাসী।

chardike-ad

দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে বরণ করে অস্ট্রেলিয়া। এজন্য সিডনির অপেরা হাউজ ও হারবার ব্রিজকে সাজানো হয় অপরূপ সাজে। ১২টা বাজতেই সেখান থেকে একের পর এক আতশবাজির রঙিন ছটায় আলোকিত হয়ে ওঠে চারদিক। হারবার ব্রিজে ১৫ লাখ লোক আতশবাজির আলোকচ্ছটার মধ্য দিয়ে উদযাপন করে নববর্ষ।

তবে কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরগামী এয়ারএশিয়ার একটি বিমান জাভা সাগরে বিধ্বস্ত হওয়ায় এবছর দেশটিতে নববর্ষ উদযাপন স্থগিত রয়েছে। বিমানটিতে ১৭ শিশুসহ ১৬২ জন আরোহী ছিলেন। তাদের অধিকাংশই ইন্দোনেশিয়ার নাগরিক। এখন পর্যন্ত জাভা সাগর থেকে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, নতুন বছরকে স্বাগত জানাতে ব্রাজিলের রিও ডি জেনেরিওর কোপাসাবানা সৈকতে ১০ লাখেরও বেশি মানুষ সমবেত হবেন।