Search
Close this search box.
Search
Close this search box.

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Prime-Minister

১০ম জাতীয় সংসদ নির্বাচনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আজ ৫ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

chardike-ad

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ.কে.এম. শামীম চৌধুরী রোববার দুপুরে এ কথা জানিয়েছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সবকটি এফএম রেডিও ও টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে।

বিএনপি-জামায়াত জোটের বর্জন সত্ত্বেও ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম সংসদ নির্বাচন সম্পন্ন হয়। ব্যাপক সহিসংতার মধ্যে ওই নির্বাচনে জয়ী হয়ে টানা ২য় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।

৫ জানুয়ারিকে ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে ঘোষণা করে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। অপরদিকে এই দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের জন্য ঢাকায় কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। এতে রাজধানীতে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ নির্দেশের পর আওয়ামী লীগ কর্মসূচি স্থগিত করলেও বিএনপি অনড় রয়েছে।